Wellcome to National Portal
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০২১

ভবিষ্যত কর্মপরিকল্পনা

ভবিষ্যতে দেশের জ্বালানী সংকট নিরসন এবং কোম্পানির উন্নয়ন কর্মকান্ড ও উৎপাদনশীলতা বজায় রাখার স্বার্থে নিম্নবর্ণিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:

স্বল্প মেয়াদী পরিকল্পনা (২০২০-২০২১ থেকে ২০২১-২০২২)

 

  • রশিদপুর-৯ নং কূপ হতে প্রসেস প্লান্ট পয©ন্ত গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ;
  • সিলেট-৮, বিয়ানীবাজার-১ এবং কৈলাশটিলা-৭ নং কূপ ওয়ার্কওভার;
  • হরিপুর গ্যাস ক্ষেত্রে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন প্রসেস প্লান্ট স্থাপণ।
  • কৈলাশটিলা-৮ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন;
  • সিলেট-১০ নং কূপ (অনুসন্ধান কূপ)খনন;
  • সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর বিয়ানীবাজার ফিল্ডে ৩ডি সাইসমিক জরিপ;
  • এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৩ডি সাইসমিক জরিপ;
  • রশিদপুর-১১ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন;
  • সিলেট-১১ নং কূপ (অনুসন্ধান তেল কূপ) খনন;

মধ্য মেয়াদী পরিকল্পনা (২০২২-২০২৩ থেকে ২০২৩-২০২৪)

 

  • কৈলাশটিলা এমএসটিই প্লান্টের জন্য বুস্টার কম্প্রেসর ক্রয় ও স্থাপন।
  • বিয়ানীবাজার ফিল্ডে ১টি মূল্যায়ন/উন্নয়ন কূপ খনন;
  • এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় পরিচালিত ৩ডি সাইসমিক জরিপ ফলাফলের উপর ভিত্তি করে ২টি অনুসন্ধান কূপ খনন;
  • এ্যাকরেজ ব্লক-১২ এর অবমুক্ত এলাকায় ৩ডি সাইসমিক জরিপ;

 দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (২০২৪-২০২৫ থেকে ২০২৯-৩০)

 

  • কৈলাশটিলা-৪  ও রশিদপুর-৩ নং কূপ ওয়াক©ওভার;
  • এ্যাকরেজ ব্লক-১২ এর অবমুক্ত এলাকায় পরিচালিত ৩ডি সাইসমিক জরিপ ফলাফলের উপর ভিত্তি করে ২টি অনুসন্ধান কূপ খনন।