সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০২১
ভবিষ্যত কর্মপরিকল্পনা
ভবিষ্যতে দেশের জ্বালানী সংকট নিরসন এবং কোম্পানির উন্নয়ন কর্মকান্ড ও উৎপাদনশীলতা বজায় রাখার স্বার্থে নিম্নবর্ণিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:
স্বল্প মেয়াদী পরিকল্পনা (২০২০-২০২১ থেকে ২০২১-২০২২)
- রশিদপুর-৯ নং কূপ হতে প্রসেস প্লান্ট পয©ন্ত গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ;
- সিলেট-৮, বিয়ানীবাজার-১ এবং কৈলাশটিলা-৭ নং কূপ ওয়ার্কওভার;
- হরিপুর গ্যাস ক্ষেত্রে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন প্রসেস প্লান্ট স্থাপণ।
- কৈলাশটিলা-৮ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন;
- সিলেট-১০ নং কূপ (অনুসন্ধান কূপ)খনন;
- সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর বিয়ানীবাজার ফিল্ডে ৩ডি সাইসমিক জরিপ;
- এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৩ডি সাইসমিক জরিপ;
- রশিদপুর-১১ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন;
- সিলেট-১১ নং কূপ (অনুসন্ধান তেল কূপ) খনন;
মধ্য মেয়াদী পরিকল্পনা (২০২২-২০২৩ থেকে ২০২৩-২০২৪)
- কৈলাশটিলা এমএসটিই প্লান্টের জন্য বুস্টার কম্প্রেসর ক্রয় ও স্থাপন।
- বিয়ানীবাজার ফিল্ডে ১টি মূল্যায়ন/উন্নয়ন কূপ খনন;
- এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় পরিচালিত ৩ডি সাইসমিক জরিপ ফলাফলের উপর ভিত্তি করে ২টি অনুসন্ধান কূপ খনন;
- এ্যাকরেজ ব্লক-১২ এর অবমুক্ত এলাকায় ৩ডি সাইসমিক জরিপ;
দীর্ঘ মেয়াদী পরিকল্পনা (২০২৪-২০২৫ থেকে ২০২৯-৩০)
- কৈলাশটিলা-৪ ও রশিদপুর-৩ নং কূপ ওয়াক©ওভার;
- এ্যাকরেজ ব্লক-১২ এর অবমুক্ত এলাকায় পরিচালিত ৩ডি সাইসমিক জরিপ ফলাফলের উপর ভিত্তি করে ২টি অনুসন্ধান কূপ খনন।
চেয়ারম্যান, পেট্রোবাংলা

নাজমুল আহসান
চেয়ারম্যান, পেট্রোবাংলা।
চেয়ারম্যান,পরিচালনা পর্যদ

মোঃ জাহাঙ্গীর আলম
সচিব, সমাজকল্যান মন্ত্রণালয়।
ব্যবস্থাপনা পরিচালক

মোঃ মিজানুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
বিস্তারিত...
কেন্দ্রীয় ই-সেবা
জরুরি হটলাইন


সামাজিক যোগাযোগ